রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় পশ্চিম ত্রিপুরা জেলায় চলতি অর্থবছরে ভর্তুকীতে গুড়ি আলু বীজ বিতরণ করা হয়েছে । এই কর্মসূচিতে জেলার ডুকলি কৃষি মহকুমায় ১২.৯৭ মেট্রিকটন , জিরানীয়া কৃষি মহকুমায় ১২ মেট্রিকটন , মোহনপুর কৃষি মহকুমায় ৬.৯৫ মেট্রিকটন , হেজামারা কৃষি মহকুমায় ২.৫০ মেট্রিকটন ও মান্দাই কৃষি মহকুমায় ৮:৮০ মেট্রিকটন গুড়ি আলু বীজ ভর্তুকী মূল্যে কৃষকদের দেওয়া হয়েছে । এছাড়া এমজিএন রেগায় চলতি অর্থবছরে মোহনপুর কৃষি মহকুমায় ১৫ হেক্টর , জিরানীয়া কৃষি মহকুমায় ৫ হেক্টর , মান্দাই কৃষি মহকুমায় ১৬ হেক্টর , ডুকলি কৃষি মহকুমায় ৬৮০ হেক্টর ও হেজামারা কৃষি মহকুমায় ৩৬৮০ হেক্টর জমি ড্রাগনফল , সুপারি ও লেবু চাষের আওতায় এসেছে । এতে মোট ২৭,৬৯৪ টি শ্রমদিবসের সৃষ্টি হয়েছে । ব্যয় হয়েছে ৯৭ লক্ষ ৫৬ হাজার ৭০৯ টাকা।পশ্চিম জেলা উদ্যান ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে । 60