Friday, September 20, 2024
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা জেলায় কৃষকদের ভর্তুকীতে গুড়ি আলু বীজ

পশ্চিম ত্রিপুরা জেলায় কৃষকদের ভর্তুকীতে গুড়ি আলু বীজ

রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় পশ্চিম ত্রিপুরা জেলায় চলতি অর্থবছরে ভর্তুকীতে গুড়ি আলু বীজ বিতরণ করা হয়েছে । এই কর্মসূচিতে জেলার ডুকলি কৃষি মহকুমায় ১২.৯৭ মেট্রিকটন , জিরানীয়া কৃষি মহকুমায় ১২ মেট্রিকটন , মোহনপুর কৃষি মহকুমায় ৬.৯৫ মেট্রিকটন , হেজামারা কৃষি মহকুমায় ২.৫০ মেট্রিকটন ও মান্দাই কৃষি মহকুমায় ৮:৮০ মেট্রিকটন গুড়ি আলু বীজ ভর্তুকী মূল্যে কৃষকদের দেওয়া হয়েছে । এছাড়া এমজিএন রেগায় চলতি অর্থবছরে মোহনপুর কৃষি মহকুমায় ১৫ হেক্টর , জিরানীয়া কৃষি মহকুমায় ৫ হেক্টর , মান্দাই কৃষি মহকুমায় ১৬ হেক্টর , ডুকলি কৃষি মহকুমায় ৬৮০ হেক্টর ও হেজামারা কৃষি মহকুমায় ৩৬৮০ হেক্টর জমি ড্রাগনফল , সুপারি ও লেবু চাষের আওতায় এসেছে । এতে মোট ২৭,৬৯৪ টি শ্রমদিবসের সৃষ্টি হয়েছে । ব্যয় হয়েছে ৯৭ লক্ষ ৫৬ হাজার ৭০৯ টাকা।পশ্চিম জেলা উদ্যান ও ভূমি সংরক্ষণ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে । 60

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য