Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যবিশালগড় কেন্দ্রীয় কারাগারের ভেতরে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা ফাঁসির সাজা প্রাপ্ত...

বিশালগড় কেন্দ্রীয় কারাগারের ভেতরে বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা ফাঁসির সাজা প্রাপ্ত এক আসামি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে

বিশালগড়স্থিত রাজ্যের কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন। এবার কারাগারের মধ্যেই ফাঁসির সাজা প্রাপ্ত আসামির আত্মহত্যার চেষ্টা। আর এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই কারাগারে নিরাপত্তা সহ আরো বিভিন্ন বিষয়ে উঠছে এখন নানা প্রশ্ন। জানা যায় মঙ্গলবার দুপুরে কারাগারের মধ্যেই কালী কুমার ত্রিপুরা নামে ফাঁসির সাজা প্রাপ্ত এক আসামি বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি অন্যান্যরা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মীদের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে জিবি হাসপাতালে কড়া নিরাপত্তা মধ্যে চিকিৎসাধীন রয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি কালী কুমার। কেন্দ্রীয় কারাগারের মতো কড়া নিরাপত্তা বেষ্টনী এলাকায় এভাবে সাজা প্রাপ্ত আসামী আত্মহত্যার চেষ্টাকে ঘিরে স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। একই সাথে প্রশ্ন উঠছে, যে বিষাক্ত সামগ্রী খেয়ে কালী কুমার আত্মহত্যার চেষ্টা করে, সেই বিষাক্ত সামগ্রী কোথা থেকে পেল সে। কিংবা তার হাতে এই সামগ্রী তুলে দেয় কে । এই ঘটনায় এরকম বহু প্রশ্ন উঠছে এখন। তাই দাবি উঠছে ঘটনার সঠিক তদন্তের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য