মৌখিক পরীক্ষার সময় এক ছাত্রীকে মানসিক হেনস্তার প্রতিবাদে মঙ্গলবারও ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত হয়ে ওঠে ।এবিভিপির নেতৃত্বে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টারের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত ফ্যাকাল্টি ভূপেশ দেববর্মার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে ।কর্তৃপক্ষ বলেছেন ,অভিযোগের তদন্ত করা হবে ।পক্ষান্তরে আন্দোলনকারীদের বক্তব্য, শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ফ্যাকাল্টিকে বিশ্ববিদ্যালয়ে আসতে দেওয়া যাবে না। প্রসঙ্গত সোমবার মৌখিক পরীক্ষার সময় দর্শন বিভাগের সহকারি অধ্যাপক ভূপেশ দেববর্মা একজন ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা করছেন বলে অভিযোগ।



