Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যবিশ্ব যোগা দিবস উপলক্ষে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মাস...

বিশ্ব যোগা দিবস উপলক্ষে পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক মাস ব্যাপী যোগা প্রশিক্ষণের সমাপ্ত হল আজ

শরীর ও মনকে সুস্থ সতেজ রাখতে যোগার গুরুত্ব অপরিসীম। তাই যোগার প্রচার ও প্রসারের লক্ষ্যে একুশে জুন দিনটিকে বিশ্ব যোগা দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। বিগত কয়েক বছর ধরে এই দিনটি গোটা বিশ্ববাসী বিশেষ যোগ ব্যায়ামের মধ্য দিয়ে উদযাপন করে আসছে। এবছর বিশ্ব যোগা দিবস নবম বর্ষে পা রাখতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে উদযাপিত হবে বিশ্ব যোগা দিবস। যদিও ইতিমধ্যেই এই দিবসটিকে সামনে রেখে বিভিন্ন সংস্থা সংঘটিত করে চলেছে নানা কর্মসূচি। নবম বিশ্ব যোগা দিবস উপলক্ষে পশ্চিম জেলা যোগা এসোসিয়েশন এবছর আয়োজন করে একমাস ব্যাপী যোগা প্রশিক্ষণের। আগরতলা মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘে আয়োজিত মাস ব্যাপী এই যোগা প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি হলো মঙ্গলবার। এদিন সকালে প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী। এছাড়াও ছিলেন টেরেসা ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার অচিন্ত্য ভট্টাচার্য, ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক যীশু চক্রবর্তী অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি উত্তম দেবনাথ সহ আরো অনেকে। সমাপ্তি অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য