রক্তের বন্ধনে প্রাণ বাধার লক্ষ্যে নিজের ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস এসোসিয়েশনের সভাপতি তনয় দাস। উনার ছেলে বিপ্রজিত দাস আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। বিপ্রজিতের দশম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন রবীন্দ্র ভবন প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি ।এই সামাজিক কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জন্মবার্ষিকী উপলক্ষে বিপ্রজিত দাস কে অভিনন্দন জানান পাশাপাশি রক্তদাতাদেরও অভিনন্দন জানান । এদিন মন্ত্রী টিংকু রায় বলেন সবকিছু নিয়মিত হতে হবে ,কেবলমাত্র অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান নয়। যদি নিয়মিতভাবে বৃক্ষরোপন করা হতো এবং বৃক্ষের যত্ন করা হতো তবে আজ পরিবেশের দূষণ হওয়ার সম্ভাবনা ছিলনা। তেমনি রাজ্যে প্রায় বারোশোর মতো ক্লাব বা সামাজিক প্রতিষ্ঠান রয়েছে ।সবগুলি সংগঠন যদি বছরে নিয়মিতভাবে রক্তদানে এগিয়ে আসে তবে রাজ্যে রক্তের কোন সংকট থাকত না।



