আগরতলা পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা। জল নিষ্কাশন ব্যবস্থাও খুবই করুন। এছাড়াও রয়েছে বিদ্যুৎ রাস্তাঘাট সহ আরো বহুবিধ সমস্যা। শহর আগরতলা এখন নামে স্মার্ট সিটি হলেও কাজের দিক দিয়ে স্মার্ট সিটি নেই। স্মার্ট সিটি হল প্রচারে। এমনই অভিযোগ এনে এবার রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএমের নেতাকর্মীরা। সোমবার আগরতলায় শহরবাসীর বিভিন্ন দাবিকে সামনে রেখে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল থেকে এদিন দাবি সনদ সম্বলিত স্মারকলিপি আগরতলা পৌর নিগমের মেয়রের কাছে প্রদান করার কথা থাকলেও, মেয়র অন্য কাজে ব্যস্ত থাকায় ডেপুটেশন প্রদান করা সম্ভব হয়নি। তাই পূর্বসূচি অনুযায়ী এদিন শহরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়েই জনগণের সামনে সমস্যাগুলি তুলে ধরেন নেতৃত্ব। বিক্ষোভ কর্মসূচি নেতৃত্ব দেন পার্টির সদর বিভাগীয় কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী।



