Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যএই প্রথম শ্রীমন্তপুর দিয়ে রাজ্য থেকে বাংলাদেশে রপ্তানি হল কোন পণ্য

এই প্রথম শ্রীমন্তপুর দিয়ে রাজ্য থেকে বাংলাদেশে রপ্তানি হল কোন পণ্য

রাজ্যের বিভিন্ন স্থল বন্দরের পাশাপাশি শ্রীমন্তপুর স্থল বন্দর দিয়েও এখন থেকে বাংলাদেশে পণ্য আমদানির পাশাপাশি রপ্তানি হতে শুরু করেছে। এই প্রথম শ্রীমন্তপুর দিয়ে রাজ্য থেকে বাংলাদেশে কোন পণ্য রপ্তানি হল। রবিবার দুই গাড়ি স্টোন চিপস বাংলাদেশে রপানি করা হয়।  যা রাজ্যের জন্য একটি বেশ ইতিবাচক দিক বলেও মনে করছেন বিভিন্ন মহল। লুক ইস্ট পিলিসিকে অ্যাক্ট ইস্ট পলিসিতে বাস্তবে রূপদাণ করার জন্য কেন্দ্রিয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিশেষ ভাবে যে নজর দিয়েছে তা রাজ্যের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে স্পষ্টতর হয়ে উঠছে। রাজ্যে একদিকে যেমন গড়ে উঠছে ইকোনোমিক হাব, তেমনি জলপথের মাধ্যমে পণ্য আনয়ন থেকে শুরু করে ইন্দো বাংলা বর্ডার হাট, মৈত্রী সেতু , বাংলা দেশের মধ্য দিয়ে রেল পথে যাতায়াত যা খুব শীঘ্রই শুরু হতে চলেছে , এমন কি বাংলা দেশের মধ্য দিয়ে সড়ক পথে যাতায়াত এই সব গুলিই ধীরে ধীরে অ্যাক্ট ইস্ট পলিসির বাস্তবায়ন বলে বিশেষজ্ঞরা বলছেন। তবে রাজ্যে বেশ কয়েকটি স্থল বন্দর রয়েছে যে গুলি দিয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে। এর মধ্যে একটি হল শ্রীমন্তপুর স্থল বন্দর। জানা যায় এই বন্দর দিয়ে এত দিন শুধু বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি হত রাজ্যে। কিন্তু রবিবার দেখা গেল ভিন্ন চিত্র। জানা যায় এই প্রথম এই শ্রীমন্তপুর দিয়ে রাজ্য থেকে বাংলাদেশে কোন পণ্য রপ্তানি হল। এদিন দুই গাড়ি স্টোন চিপস বাংলাদেশে রপানি করা হয়। TR01 AN 1615  এবং TR01 AN 1660 নম্বরের দুটি ট্রাক দিয়ে এদিন মোট প্রায় ৬০ টন স্টোন চিপস বাংলাদেশে রপ্তানি করা হয়। জনৈক প্রদীপ দাস নামে একজন ক্রেতা এই স্টোন চিপস রাজ্য থেকে ক্রয় করে বলে জানা যায়। এর থেকে আন্তঃরাষ্ট্র ব্যবসায় এই স্থল বন্দর দিয়ে আরেকটি দিক খুলে  গেল বলে ব্যবসায়ী মহলে এখন আলোচিত হচ্ছে। যা রাজ্যের ব্যবসায়ীদের জন্য আরেকটি সুখবর বলেই অনেকে মনে করছেন। দেখার বিষয় এখন থেকে অন্যান্য স্থল বন্দরের পাশাপাশি এই বন্দর দিয়েও সামনের দিনগুলিতে কেমন ব্যবসা হয় সে দিকেই তাকিয়ে বিভিন্ন মহল।  

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য