কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দেয় গোটা রাজ্যবাসীকে। গত তিন থেকে চারদিন রাজ্যের রাজধানী আগরতলার তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছিল। তাতে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠে।প্রচণ্ড গরমে শিশু থেকে বৃদ্ধা অনেকেই অসুস্থ হয়ে পড়েন। রাজধানীসহ রাজ্যের হাসপাতালগুলোতে দীর্ঘ লাইন পড়ে।প্রচণ্ড গরমে মানুষের দৈনন্দিন কাজকর্মেও ছন্দপতন ঘটে। দুপুরে রাস্তা প্রায় ফাঁকা থেকেছে কয়েকদিন, দোকানপাটও সেরকম খোলেনি। এই পরিস্থিতির যেন কিছুটা পরিবর্তন হয় রবিবারে। রাজধানী আগরতলাসহ রাজ্যের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় সাধারণ মানুষ সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলে।এদিন আগরতলাসহ রাজ্যের প্রায় অধিকাংশ জায়গাতেই থেমে থেমে এক দুই পশলা বৃষ্টি দেখা দেয়। যদিও আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী আরো কয়েকদিন বাদে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের দেওয়া আভাসকে উপেক্ষা করেই প্রকৃতি যেন অনেকটা সহায় হয়ে উঠলো। প্রত্যাশা অনুযায়ী বৃষ্টি না হলেও সামান্য এক দুই পশলা বৃষ্টিতেই যেন জনমনে অনেকটা স্বস্তি নেমে আসে।



