যানজট আগরতলা শহরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জলন্ত সমস্যা। বিশেষ করে এই সমস্যা অফিস টাইমে যেন মারাত্মক আকার ধারণ করে। ছোট্ট এই শহরে রাস্তাঘাটের পরিধি তেমন বৃদ্ধি না পেলে, অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে অটো ও ই রিক্সা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে শহরে। সরকারি নিয়মকানুন না মেনে এই যানবাহন গুলির একটা বড় অংশ বিভিন্ন পথে যাত্রী পরিবহন করার ফলে তৈরি হওয়া যানজটে দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারীরা। তাই এই সমস্যা সমাধানের লক্ষ্যে এবার ময়দানে নামলো মজনুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা ই রিকশা শ্রমিক সমিতি। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা জয়নগর স্থিত ডঃ বি আর আম্বেদকর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শহরের ই রিকশা শ্রমিকদের নিয়ে এদিন ই রিকশা শ্রমিক সমিতি আয়োজন করে এক সচেতনতামূলক সভার। এতে উপস্থিত ছিলেন পরিবার দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মজদুর মনিটরিং সেলের রাজ্য নেতৃত্ব বিপ্লব কর, বিবেকানন্দ বিচার মঞ্চের রাজ্য সম্পাদক তপন দাস সহ আরো অনেকে।। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই এই রিকশা শ্রমিকদের একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ করে সভাতে। এদিনের এই সভায় সংগঠনের রাজ্য নেতৃত্ব সহ পরিবহন দপ্তর আধিকারিকরা কিভাবে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখা যায় তা যেমন তুলে ধরেন, তেমনি পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলিও তুলে ধরা হয়।



