আগরতলা শহরে কর্মরত চিত্র সাংবাদিকদের অন্যতম সংগঠন হলো ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। রবিবার চিত্র সাংবাদিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে গঠন করলেন এসোসিয়েশনের নতুন কার্যকারী কমিটি। তবে ১৩ সদস্য কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ চারটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এদিন ভোট হয়েছে সাধারণ সম্পাদক ও সহকারী দুই সাধারণ সম্পাদক সহ কার্যকারী কমিটির সদস্য নির্বাচনের। এতে অংশ নেন এসোসিয়েশনের অধিকাংশ সদস্যই।ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর গণনার শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ফলাফল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন সভাপতি পদে প্রলয়জিত পাল, সহ-সভাপতি পদে সুমন দেব রায় ও সজল চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ পদে সুমন ঘোষ। ভোটাধিকারের মধ্য দিয়ে এদিন জয়ী হলেন সাধারণ সম্পাদক পদে অভিষেক সাহা, সহকারী দুই সাধারন সম্পাদ ক মিল্টন ধর ও বিশ্বজিৎ দে। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ভাস্কর দাস, বাপন দাস, বিষ্ণুপদ বনিক, কৃষানু দেববর্মা, চিন্ময় চৌধুরী ও প্রবীর দেববর্মা। অ্যাসোসিয়েশনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় অবজারভার হিসেবে ছিলেন মোহাম্মদ সাজ্জাদ আলী, রিটার্নিং অফিসার প্রণব সরকার এবং প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন দুলাল চক্রবর্তী ও অলোক ঘোষ।



