Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যবিশ্ব যোগা দিবস কে সামনে রেখে এক যোগার ডেমোস্টেশন এর আয়োজন যুব...

বিশ্ব যোগা দিবস কে সামনে রেখে এক যোগার ডেমোস্টেশন এর আয়োজন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের

আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। এবছর দিবসটি নবম বর্ষে পা রাখতে চলেছে। তাই নবম বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে গোটা বিশ্বের সাথে রাজ্যেও চলছে এখন জোরদার প্রস্তুতি। সরকারি বেসরকারি উদ্যোগে সেদিন সকালে যোগ ব্যায়ামের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে রাজ্যবাসী। তবে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক যোগা দিবসের মূল অনুষ্ঠানটি হবে এবার আগরতলা শহরতলী হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের ইন্ডোর হলে। সেখানে মন্ত্রী হামলা থেকে শুরু করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যোগ ব্যায়ামে অংশগ্রহণ করে। আর তারই প্রস্তুতি যেন শুরু হলো এখন জোর কদমে। রবিবার সরকারি ছুটির দিন এমনটাই দেখা গেল আগরতলা উজ্জয়ন্ত প্যালেস প্রাঙ্গনে। রাজ্যের কেন্দ্রীয় অনুষ্ঠানের প্রাক মহড়া অনুষ্ঠিত হয় এদিন সেখানে। আর এতে অংশ নেয় শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এই কর্মসূচি রাজ্যের সব কটি জেলা ও মহকুমাতেই অনুষ্ঠিত হবে বলে জানালেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের জনৈক আধিকারিক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য