রাজ্যের বাম যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব সমীর দেব সম্প্রতি চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা প্রয়াত সমীর দেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার আগরতলা মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে এক স্মৃতিচারণ সভার আয়োজন করে সারা ভারত যুব ফেডারেশন তথা ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটি। শুধু তাই নয়, স্বেচ্ছা রক্তদান শিবিরের মত মহতী কর্মসূচির মধ্য দিয়েই এদিন সংগঠনের কর্মীরা তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন। এদিনের এই স্মৃতিচারণ সভা ও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই প্রাক্তন রাজ্য সভাপতি তাপস দত্ত, প্রাক্তন সম্পাদক অমল চক্রবর্তী ও সংগঠনের বর্তমান রাজ্য সম্পাদক নবারুণ দেবসহ বিভাগীয় নেতৃত্ব। সংগঠনের সদর বিভাগীয় কমিটি আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে ডিওয়াইএফআই প্রাক্তন রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, সমীর দেবকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হল এই রক্তদান অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা। বাম যুব আন্দোলনের পাশাপাশি বহু রক্তদান শিবিরের সাথে যুক্ত ছিলেন সমীর দেব। শ্রী চক্রবর্তী এদিন আরো বলেন, রাজ্যের মধ্যে একটা আধা ফ্যাসিস্ট সন্ত্রাস কায়েম হয়েছে। মানুষ তার কথা বলতে পারেনা। এই অবস্থা দূর করার জন্য ছাত্র যুবদের রাস্তায় নেমে আন্দোলন সংঘটিত করার আহবান জানান তিনি।



