চলতি মাসের শেষ সপ্তাহে আমেরিকা সফরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই চতুর্থ রবিবার নয়, চলতি মাসের তৃতীয় রবিবারেই মন কি বাত অনুষ্ঠান সম্পন্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান আগ্রহের সাথে শুনলেন রাজ্যের বিজেপি কর্মকর্তারা।৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের ৩৪ নং ওয়ার্ডের ২৬ নং বুথে কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যের বাড়িতে এদিন মন কি বাত অনুষ্ঠান শুনলেন বিজেপির কর্মকর্তারা। এদিন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শুনতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই বিধানসভা কেন্দ্রের অন্যান্য কর্মকর্তাদের সাথে বসেই তিনি শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান নিয়ে ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, চলতি মাসের শেষ রবিবার যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকাতে থাকবেন তাই এ মাসের তৃতীয় রবিবারেই তিনি মন কি বাত অনুষ্ঠান সংগঠিত করেছেন। এদিনও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ভারতের বিভিন্ন প্রান্তের মানুষজনদের নিয়ে বিশেষভাবে আলোচনা করলেন। এই মন কি বাত অনুষ্ঠানে এদিন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং অন্য আরেকটি রাজ্যের দুটি কিশোরের কথা সামনে এনেছেন। তারা তাদের জমানো অর্থ খরচ করেছেন টিবি রোগীর চিকিৎসার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ দিয়েই এই ঘটনা ভারতবর্ষে জানতে পারল। প্রধানমন্ত্রীর কথা শুনে এই ধরনের কাজে অন্যরাও এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে, এবং সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা ও কর্তব্য পালনেও প্রধান মন্ত্রীর তুলে ধরা এই বিষয়টি সহায়ক হবে বলে জানালেন অসীম বাবু। তিনি আরো বলেন, বর্ষার মরশুমে সকল ভারতবাসীকে সতর্ক হয়ে থাকার অনুরোধ রেখেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি যেহেতু গরমের ছুটি চলছে, সেক্ষেত্রে শিশু-কিশোরদের হোম ওয়ার্ক পেন্ডিং না রেখে সময় মত শেষ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আবাল-বৃদ্ধ-বণিতা সকলের জন্যই প্রধানমন্ত্রী চিন্তা করেন এদিন তার বক্তব্যে পরিস্ফুটিত হয়েছে। এভাবেই তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ভারতবর্ষ জগত সভায় শ্রেষ্ঠ আসনে বসবে বলে জানালেন অসীম বাবু। তিনি জানান, অর্থনৈতিক সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত বর্ষ। বিশ্বের মধ্যে ভারতবর্ষ এখন অর্থনৈতিক মানদণ্ডের বিচারে পাঁচ নম্বরে রয়েছে। এর থেকে আরও এগিয়ে যাবার স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটাই অভিমত সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের।



