আগামী ২০ জুন সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি পবিত্র উৎসব রথযাত্রা। প্রতিবছরের মতো এবারও মহাসমারোহে উদযাপন হবে এই উৎসব। আগরতলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে সেদিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে সুসজ্জিত রথ রাজপথ পরিক্রমা করবে। আবার কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান এই রথযাত্রা উপলক্ষে টানা কয়েকদিন নানা কর্মসূচির আয়োজন করে।আগরতলা আশ্রম চৌমুহনীস্থিত হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগেও এবছর খুব জাঁকজমক ভাবে নয়দিন ব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করে। এবছর হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে রাজধানীর আশ্রম চৌমুহুনীস্থিত শতদল সংঘ প্রঙ্গণ-কে অস্থায়ীরূপে গুন্ডীচা মন্দির বানানো হয়েছে। তাই শ্রীশ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রা অত্যন্ত মনোরম ও সুজ্জিত এক বিশালাকার রথে চড়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিশেষে গুন্ডীচা মন্দির অর্থাৎ শতদল সংঘে পৌঁছাবেন এবং সেখানে সাতদিন পূজিত হবেন। আগামী ২০ জুন থেকে ২৮ শে জুন পর্যন্ত গুন্ডীচা মন্দিরে সাতদিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যায় তুলসী আরতী, গৌর আরতী, জগন্নাথলীলা কথা ইত্যাদিসহ ভক্তদের জন্য থাকবে মন মাতানো বিভিন্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হরে কৃষ্ণ মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্দিরের অধ্যক্ষ পরমেশ্বর দাস। তিনি আরো জানান, রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে ভগবান ও ভক্তদের মিলন মেলা। তাই রথযাত্রায় হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে ভক্তির পাশাপাশি সমাজ তথা জনগনের জন্য বিভিন্ন উৎকৃষ্ট কল্যাণমূলক কর্মসূচী গ্রহন করা হয়েছে । এর মধ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প, বিভিন্ন হাসপাতাল ও অনাথালয়ে জগন্নাথের প্রসাদ বিতরণ, বসে আকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, ২৪ ঘন্টা এ্যামবুলেন্স পরিষেবা, দুপুরে রাজপথে পথচারীদের মধ্যে শরবত বিতরণ ইত্যাদি। হরেকৃষ্ণ মন্দিরের ভক্তদের পক্ষ থেকে সেচ্ছা সেবকদের মোট ১০০জনের ১০টি টিম এই সমস্ত কার্যাদি দক্ষতার সহিত প্রতিপালন করবেন । তাছাড়া প্রতিদিন দুপুরে এবং সন্ধ্যায় অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরন করা হবে । এই রথযাত্রা অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, বিধায়ক/বিধায়িকা, সুনামধণা জনপ্রতিনিধি, বিখ্যাত সমাজসেবী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেও এদিন জানান তিনি। এছাড়া ২৮শে জুন গুন্ডীচা মন্দির থেকে বিকেল ৩টায় উল্টো রথে শ্রীশ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রা আবারো শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিশেষে হরেকৃষ্ণ মন্দিরে ফিরে আসবে।



