Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যঅটো চালকদের বাড়বাড়ন্তের প্রতিবাদে রাস্তা অবরোধ টমটম চালকদের

অটো চালকদের বাড়বাড়ন্তের প্রতিবাদে রাস্তা অবরোধ টমটম চালকদের

রাজধানী আগরতলা শহরের রাস্তাঘাটের পরিধি প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি না পেলেও, যানবাহনের সংখ্যা কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে। আর এতে করে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে টমটম ও অটোর ছড়াছড়ি যেন শহর আগরতলায়। সংসার প্রতি পালনের জন্য বেকাররা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে সৎ পথে আয় উপার্জন করতে হাতে তুলে নিচ্ছেন টমটম কিংবা অটো গাড়ির চাবি। কিন্তু রাস্তায় নেমেও যে তারা শান্তিতে নেই। বিশেষ করে টমটম চালকরা এখন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। অটো চালকদের বাড় বাড়ন্তের কারণে সঠিকভাবে বিভিন্ন রোডে গাড়ি চালাতে পারছেন না টমটম চালকরা। বাধা দানের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে। টমটম চালকদের অভিযোগ প্রায় সময় অটো চালকরা গাড়ি থেকে যাত্রী নামিয়ে নিচ্ছে জোর করে। আর এতে করে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। অটো চালকদের এই জুলুমবাজি দিন দিন বাড়তে থাকায় এবার ঐক্যবদ্ধ ভাবে বিক্ষোভে শামিল হলেন চালকরা। শনিবার ব্যস্ততম সময়ে এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার রাধানগর এলাকায়। জিবি বাজার থেকে যাত্রী নিয়ে রাধানগর এলাকায় আসার পর জনৈক টমটম চালকের গাড়ি থেকে জোরপূর্বক ভাবে যাত্রী নামিয়ে নেওয়ার অভিযোগ উঠে অটো চালকদের বিরুদ্ধে। আর এতেই ক্ষিপ্ত হয়ে টমটম চালকরা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাতে শুরু করে। টমটম চালকদের এই বিক্ষোভের জেরে গোটা রাধানগর এলাকায় তৈরি হয় যানজট। রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় আগরতলা পশ্চিম ও পূর্ব থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও চাপা ক্ষোভে ফুঁসছেন টমটম চালকরা। তাদের অভিযোগ এদিন জিবি বাজার এলাকায় এক টমটম চালকের উপর আক্রমণ করা হয়। এমনকি টমটমে থাকা যাত্রীদেরও হেনস্থা করার অভিযোগ রয়েছে। তাদের দাবি সরকার যাতে সঠিকভাবে টমটম চালাতে পারে সেই ব্যবস্থা করে দেয়। নতুবা আগামীদিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে এদিন হুঁশিয়ারি দিলেন টমটম চালকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য