দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্ণ উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সারা দেশব্যাপী চলছে ব্যাপক প্রচার কর্মসূচি। বিজেপির শাসনকালে বিগত নয় বছরে যেসব উল্লেখযোগ্য কাজকর্ম বাস্তবায়িত হয়েছে সেগুলি জন সম্মুখে তুলে ধরার লক্ষ্যেই দলের তরফে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও চলছে নানা কর্মকান্ড। গৃহীত কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার রাতে রাজ্যে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি সাংসদ জে পি নাড্ডা। রাজ্যে এসেই তিনি পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শনিবার সকালে আগরতলা শহরের দুই স্বনামধন্য ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে করলেন জনসম্পর্ক অভিযান। এদিন তিনি নিজে ছুটে গেলেন দুই স্বনামধন্য ব্যক্তিত্ব রবীন্দ্র সংগীত শিল্পী তিথি দেববর্মন ও দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দীর বাড়িতে। সেখানে এই দুই বিশিষ্ট ব্যক্তির পরিবারের সঙ্গে মিলিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রের নয় বছরের কাজকর্ম নিয়ে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরিবারের লোকদের সাথে কথা বলে তিনি কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরার আহ্বান জানান। এদিন জেপি নাড্ডাজির জনসম্পর্ক অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্যসহ আরো অনেকে। জনসম্পর্ক অভিযান শেষ করে এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত প্রকাশ্য জনসমাবেশে অংশ নিতে আগরতলা ত্যাগ করেন। এদিকে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সভাপতি এভাবে বাড়িতে এসে জনসম্পর্ক অভিযান সংঘটিত করায় খুবই আপ্লুত দ্রোণাচার্য বিশ্বের নন্দী।



