বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো প্রথম আলোচনা সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের কাউন্সিলররা। এদিনের সভায় মূলত নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কি কি করনীয় এবং সে কাজ করতে গিয়ে সম্মুখীন হওয়া নানা ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়া উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের বাধা বরদাশ্ত করা হবে না, তারই ফলস্বরূপ রাজধানীতে যে সকল অবৈধ ব্যবসায়ীরা রাস্তার পাশে পসড়া সাজিয়ে বসেছিলেন তাদের উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।