Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক অবদানকে স্বীকৃতি দিতে বিশ্ব রক্ত...

মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছা রক্তদাতাদের মানবিক অবদানকে স্বীকৃতি দিতে বিশ্ব রক্ত দাতা দিবস পালন করা হয় – মেয়র

১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্ত দান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদের সহ সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসটি যাপনের মুখ্য উদ্দেশ্য। ১৪ জুন জন্ম হয়েছিল বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনের। তিনি বিশ্বের প্রথম রক্তের শ্রেণীবিভাগ গ্রুপ আবিষ্কার করেছিলেন। মানবদেহে রক্তের চারটি গ্রুপ রয়েছে। যেগুলি হল এ, বি, ও এবং এ বি । রক্তের গ্রুপ আবিষ্কারের জন্ম দিবসকে কেন্দ্র করে ২০০৪ সাল থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। এবছর দিবসটির ভাবনা হলো রক্তদান করুন প্লাজমার দিন, জীবনকে সর্বদা ছড়িয়ে দিন। এই স্লোগানকে সামনে রেখেই এ বছর গোটা বিশ্বজুড়ে উদযাপিত বিশ্ব রক্তদাতা দিবস। রাজ্যেও সরকারিভাবে উদযাপন করা হয় দিনটি। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকার এবং ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের যৌথ উদ্যোগে রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডঃ দেবাশীষ বসু, জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত সচিব ও মিশন ডাইরেক্টর শুভাশিস দাস, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডঃ শুভাশিস দেববর্মা, সোসাইটি ফর ভলানটারী ব্লাড ডোনার্স এর সভাপতি চন্দন সরকার সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে এই মুহূর্তে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রয়েছে। প্রতিনিয়তই বিভিন্ন সংগঠনের উদ্যোগে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। তবে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য