ত্রিপুরা রাজ্যে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ” নানা বৈচিত্রের আমের প্রদর্শনী”। বুধবার(১৪ জুন) রাজধানী আগরতলার পার্শবর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রে হয় এই প্রদর্শনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই গবেষণা কেন্দ্রে দেশের বিভিন্ন জাতের আমের পাশাপাশি বিদেশী উন্নত জাতের আম চাষ হচ্ছে। ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কৃষকরা যাতে আর্থিক ভাবে লাভবান হন তার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে স্থানীয় ফল সবজির পাশাপাশি বিদেশি জাতের নানা ধরনের কৃষিজাত দ্রব্য এখানে চাষ হচ্ছে। দেশের বিভিন্ন জায়গার ফল আমদানি রপ্তানিকারক রয়েছেন তাদেরকে নিয়ে আগরতলায় একটি বৈঠক আয়োজন করা হবে। সব মিলিয়ে কৃষিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথিবীতে প্রায় এক হাজার জাতের আম রয়েছে। এরমধ্যে সাড়ে তিনশো জাতের আম সারা বিশ্বে বাণিজ্যিক ভাবে চাষ হয়। ত্রিপুরা বাণিজ্যিক ভাবে রাজ্যের চাষ হয় প্রায় ৪০ জাতের আম। নাগিছড়ার উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রে সারা দেশ এমনকি বিদেশের বিভিন্ন জাতের আম চাষ করা হচ্ছে। মূলত এগুলো পরীক্ষা মূলক ভাবে চাষ করা হচ্ছে রাজ্যের মাটিতে যেগুলো চাষ করলে কৃষকরা বাণিজ্যিক ভাবে লাভবান হবেন এগুলো চাষের জন্য উৎসাহ এবং পরামর্শ দেওয়া হয়।এদিনের এই প্রদর্শনীতে উদ্যান গবেষণা কেন্দ্রেদেশ-বিদেশের যে সকল জাতের আম চাষ করা হয় এগুলো প্রদর্শন করা হয়েছিল। মন্ত্রীসহ উপস্থিত অতিথিরা এই আমগুলোর স্বাদ গ্রহণের পাশাপাশি গবেষণা কেন্দ্রের গাছের যে সকল আম রয়েছে এগুলো ঘুরে দেখেন।