Friday, September 20, 2024
বাড়িখবররাজ্যমৃত সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের বাসভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার

মৃত সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের বাসভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার

সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার রাজনগর বিধানসভা কেন্দ্রের কমলপুরে মৃত সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের বাসভবনে যান ।বিরোধী দলের উপ দলীয় নেতা বাদল চৌধুরী, বাম বিধায়ক তপন চক্রবর্তী, শহীদ চৌধুরী, ভানু লাল সাহা, রতন ভৌমিক, বিধায়ক সুধন দাসসহ প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত এদিন ওনার সঙ্গে ছিলেন। কমলপুরের বাসিন্দা মৃত বেণু বিশ্বাসের বাড়ির সামনে সেদিন কনভয়ের গাড়ি একের পর এক এসে হাজির হয় । বিরোধী দলনেতা মানিক সরকার এবং বাম বিধায়করা মৃত বেনু বিশ্বাসের বাস ভবনের উদ্দ্যেশে যাবার সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকা সিপিআইএম কর্মী সমর্থকরা স্লোগানের মধ্য দিয়ে , স্বাগত জানিয়ে মৃত সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের বাসভবনে যায়।সেখানে সিপিআইএম কর্মী মৃত বেনু বিশ্বাসের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা মানিক সরকারসহ উপস্থিত বিধায়করা । শ্রদ্ধাঞ্জলি জানানোর পর মৃত বেনু বিশ্বাসের স্ত্রী সহ পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং কিভাবে মৃত্যু হয়েছিল সিপিআইএম কর্মী বেনু বিশ্বাসের ? সেই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত ভাবে জানার চেষ্টা করেন তার পরিবার পরিজন এবং স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে ।কথাবার্তা শুনার পর বিরোধী দলনেতা মানিক সরকার, পরিবার পরিজনসহ মৃত বেনু বিশ্বাসের স্ত্রীকে সমবেদনা জানিয়ে, পাশে থাকবে বলে বার্তা দেন । এরপর মৃত বেনু বিশ্বাসের দাহ কার্য যেখানে সম্পন্ন করা হয় সেখানেও গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারসহ বাম বিধায়করা শ্রদ্ধা জানান । সেখান থেকে চলে আসেন কমলপুরের রাস্তায় । সেখানে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ২৪ জন সিপিআইএম কর্মী খুন হয়েছে বলে দাবি করে বলেন , একজন আসামি গ্ৰেফতার হলো না । বেনু বিশ্বাসকে হত্যা করা হয় নি, এইটা অস্বাভাবিক মৃত্যু বলে বিবৃতি দেওয়া ডিআইজির চিন্তা ভাবনার দরকার ছিল। বিরোধী দলনেতা আরো বলেন আমি ডিআইজিকে চিনি , চার দেওয়ালের মধ্যে থেকে পুলিশ দপ্তর চালাবার চেষ্টা করছে। এতেই বোঝা যাচ্ছে শাসক বিজেপি দল যা খুন খারাপি করছে ডিআইজি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা । এছাড়া তিনি নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বললেন ভয় পেলে চলবে না রাস্তায় নামুন রাস্তায় একমাত্র সমাধান । যেভাবে হোক প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত থাকুন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য