Friday, September 20, 2024
বাড়িখবররাজ্য৬ দফা দাবীতে অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক এসোসিয়েশন আগরতলা শিক্ষাভবনে বুনিয়াদি শিক্ষা...

৬ দফা দাবীতে অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক এসোসিয়েশন আগরতলা শিক্ষাভবনে বুনিয়াদি শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন

সোমবার অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক এসোসিয়েশন ৬ দফা দাবীতে রাজধানী আগরতলা শিক্ষাভবনে বুনিয়াদি শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিন সংগঠনের সহ-সভাপতি শাহ আলম সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপায় জী গত ১৯৯৬-৯৭ সালে ভারতে পিছিয়ে পড়া জাতীগোষ্ঠী মুসলিম সংখ্যালঘু জণগনকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বপ্রথম মর্ডানাইজেশন নামে মাদ্রাসা স্কিম চালু করেন । পরবর্তী সময়ে দ্বিতীয় UPA সরকার মর্ডানাইজেশন নাম পরিবর্তন করে রাখে SPQEM । বর্তমান কেন্দ্রীয় সরকার SPQEM নাম পরিবর্তন করে রাখেন SPEMM । মাদ্রাসার শিক্ষকরা বেতন বঞ্চনার করতে না পেরে নিরুপায় হয়ে গনতান্ত্রিক পদ্ধতিতে মাঠে নেমে লড়াই আন্দোলন শুরু করে । তারপর কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন দপ্তরের চিঠি পত্র আদান প্রদান শুরু হয় । এমত অবস্থায় তৎকালীন শিক্ষামন্ত্রী শ্রীমতি স্মৃতি ইরানী মহোদয়া ত্রিপুরা রাজ্য সফরে আসেন । তখনই মাদ্রাসা SPQEM সংগঠন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শাহআলমের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওনার সাথে ডেপুটেশনে মিলিত হন । কেন্দ্রীয় সরকারের চাপ ও মাদ্রাসা সংগঠনের লাগাতর আন্দোলনের চাপে গত বাম সরকার ২৭/০৯/২০১৬ ইং তারিখে রাজ্যমন্ত্রী সভায় কেবিনেট সিদ্ধান্ত হয় , এখন থেকে SPQEM মাদ্রাসা কর্মরত ৩৫৩ জন শিক্ষক শিক্ষিকাকে এই রাজ্যের নিয়মিত শিক্ষক কর্মচারীদের ন্যায় সমহারে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে । তারপর থেকে UGT শিক্ষকরা ১৭,০৩৮ টাকা , GT শিক্ষকরা ২১,৫৫৩ টাকা এবং PGT শিক্ষকরা ২৭ , ২৫৫ টাকা দেওয়া হয় । সে মোতাবেক এখনো পর্যন্ত আমরা এত টাকা করে বেতন পাচ্ছি । এর মধ্যে গত বাম সরকার ১৩ / ১০ / ২০১৭ ইং তারিখে ২.২৫ বরাদ্দ করে যথারীতি মাসের বেতনের সাথে ২.২৫ ধরে টাকাও দেওয়া হয় । ঠিক ১৩ দিনের মাথায় রি – অর্ডার দিয়ে অর্ডার কে বাতিল করে শিক্ষকের একাউণ্ট থেকে বর্ধিত বেতন ভাতা কেটে নিয়ে যায়।এই অবস্থার মধ্যে সরকার পরিবর্তন হয়ে নতুন সরকার গঠন হয় । এই নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্ৰী ২.৫৭ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন । সব ধরণের কর্মচারীরা পেলেও আমরা SPQEM মাদ্রাসা শিক্ষকরা এখনো পাইনি । তাই নতুন সরকারের প্রতি আমাদের আশা ভরসা অপরিসীম । তাই এদের দাবী রাজ্য সরকার যেন তাদের এই ৬ দফা দাবীকে মান্যতা দিয়ে তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা যেন প্রদান করা হয় তার দাবী রাখেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য