Thursday, September 19, 2024
বাড়িখবররাজ্যরাজ্য সরকার ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পালনে ব্যার্থ- ডি ওয়াই এফ আই

রাজ্য সরকার ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি পালনে ব্যার্থ- ডি ওয়াই এফ আই

বৃহস্পতিবার আগরতলার ছাএযুব ভবনে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ এর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টি ওয়াই এফ এর রাজ্য সভাপতি অমলেন্দু দেববর্মা, ডি ওয়াই এফ আই এর সাধারন সম্পাদক নবারুণ দেব। সাংবাদিক সম্মেলনে ডি ওয়াই এফ আই এর সাধারন সম্পাদক নবারুণ দেব বলেন দেশের সরকার যুবকদের উপর ভয়াবহ অবস্থা নামিয়ে আনছে। জে আর বি টি পরীক্ষা হয়েছে গত ৬ মাস অতিক্রান্ত হবার পর ও এখনো ফল প্রকাশ করা হয়নি। জে আর বি টির পরীক্ষা অতিদ্রুত ফল প্রকাশ করা এবং তাদেরকে চাকুরী দিতে হবে বলে দাবি রাখেন। তার পাশাপাশি টি এস আর নিয়োগ নিয়ে বড়সড় কেলেংকারী হয়েছে। টি এস আর নিয়োগে আর্থিক দূর্নীতি স্বজন পোষন ছিলো সেটার তদন্ত করতে হবে। পুলিশ নিয়োগে ৫০০ জনকে নিয়োগ করা হবে বলে জানান। কিন্তুু হঠাৎ করে রাজ্য সরকার থেকে বিজ্জপ্তি জারি করা হয় কোভিড এর জন্য নিয়োগ সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, রাজ্যের বি জে পি সরকার জনগনকে প্রতিশ্রুতি দিয়ে তা রাখছেন না এবং আগরতলার জি বি পি হাসপাতালে পযাপ্ত পরিমানে চিকিৎসক, সেবিকা, নিয়োগের দাবি রাখেন সাংবাদিক সম্মেলনে। রাজ্য সরকার জি আর এস নতুন নিয়োগ করতে হবে এবং যারা কাজ করছেন তারা প্রত্যেক পঞ্চায়েতে নিয়োগ করতে হবে তার পাশাপাশি ১০৩২৩ চাকুরী, তাদের সাথে যেই প্রতিশ্রতি দিয়েছিলো তা পূরন করতে হবে তার সাথে সাথে অউট সোসিং এ চাকুরী বন্ধ করতে হবে। রাজ্য সরকার যে ভিষন ডকুমেন্ট এ চাকুরী দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পুরোপুরিই ব্যর্থ। রাজ্য নেশার কবলে পরে আছে যেভাবে নেশার রমরমা বাড়ছে সরকারি বেসরকারি ভাবে বাড়ছে তাতে করে যুবকদের কে ভয়ংকর দিকে চলে যাচ্ছে তাই ১১ ফেব্রয়ারী থেকে মাঠে নামছেন বলে সাংবাদিক সম্মেলনে জানা ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য