বৃহস্পতিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে বটতলা থেকে দশমিঘাট রাস্তার আশেপাশে যে সকল দোকানগুলো রয়েছে সেগুলো রাস্তার এবং ড্রেইনের উপরে চলে আসায় এ এম সি কর্তৃপক্ষের উদ্যোগে ড্রজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। যদিও তাদেরকে নাকি ৭দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং মাইকিং ও করা হয়েছে দোকান সরিয়ে নেবার জন্য। তারপরও নাকি দোকানদাররা রাস্তার উপর থেকে দোকান গুলোকে সরিয়ে নেয় নি। তাই এই গুলোকে আজ এ এম সি কর্তৃপক্ষ ড্রজার দিয়ে ভেঙ্গে দেয়। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে এ এম সি কতৃপক্ষ বলেন তাদের সময়সীমা বেধে দিয়েছেন তার পরে ও তারা দোকান গুলো সরিয়ে নেন নি তাই এ এম সি ভাঙতে বাধ্য হয়েছে বলে জানান। এই দিকে রাস্তার পাশের দোকানীর বলেন দোকানের সামনে মোটরসাইকেল প্রতিনিয়ত জ্যাম করে রাখে তাদের দিকে পৌরনিগম ব্যবস্থা নেননি বলে জানান ব্যবসায়ী। পৌরনিগমের পক্ষ থেকে যানজট মুক্ত করার জন্য অভিযান করলে ও আদতে তা কতটুকু ফলপ্রসূ হবে এবং জনগণ চলাচলের কতটুকু সুব্যবস্থা হবে সেটাই দেখার।