বুধবার রাজধানীর বোধজং নগরস্থিত ইন্ডাস্ট্রিয়াল এলাকা পরিদর্শনে যান মন্ত্রী সান্তনা চাকমা , সঙ্গে ছিলেন টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিকসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা , এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান রাজ্যে যে সকল ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে সেগুলিতে কিধরনের কাজ চলছে এবং প্লাস্টিক যা ব্যবহারের অযুগ্য সেটাকে কিভাবে ব্যবহারের যোগ্য করে তোলা যায় সে বিষয়ে গুরুত্বারূপ করার লক্ষেই আজকের এই পরিদর্শন বলে জানান।