আগরতলার জিবি হাসপাতালের চিকিৎসা পরিযেবা না পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শরণাপন্ন হতে চলছেন কৈইলাশহর এর এক নাবালকের পিতা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাবালকের পিতা জানান সোমবার তার নাবালক ছেলের চিকিৎসার জন্য প্রাইভেট চিকিৎসক এর কাছে গেলে পরে চিকিৎস উনাকে পরামর্শ দেন আগরতলার জি বি হাসপাতালের চিকিৎসা করানোর জন্য। সেই মোতাবিক তিনি তার ছেলেকে জিবি হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল এর চিকিৎসকরা ভর্তি রেখে ৭২ ঘন্টা পর চিকিৎসা করা হবে বলে নাবালকের পিতাকে জানিয়ে দেন কিন্তু ৭২ ও ঘণ্টা পরে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেন চিকিৎসা না করে। তাতে নবালকের পিতা কিছু জানতে চাইলে চিকিৎসক কিছুই বলেনি এই ঘটনায় তিনি হতবাক হয়ে যান। শেষ পর্যন্ত তিনি এই বিষয় টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলেন ধরার জন্য সংবাদ মাধ্যম কে অনুরোধ করেন।