২০২২ টেট পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তাদের প্রশ্ন পত্র ভুল হয়েছিল এবং তা সংশোধনের বিষয় নিয়ে টি আর বিটির কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেবের সাথে দেখা করতে চাইছিলেন কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে উনার সাথে দেখা করার অনুমতি না পেয়ে আবারো শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি করেন।বিগত বেশ কয়েক মাস যাবত ধরে টেট পরীক্ষাথীরা প্রশ্ন পএ সঠিক করার দাবি নিয়ে টি আর বি টি কন্ট্রোলার সাথে দেখা করেছেন কিন্তু তারপরও তাদের সমস্যার সমাধান হয়নি তার পরই তার সাংবাদিক সম্মেলনে করে জানিয়েছিল তাদেরকে যদি উত্তরপএে স্টার না দেওয়া হয় তা হলে তারা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করবেন কিন্তু বৃহস্পতিবার টি আর বি টি কন্ট্রোলার রাজ্যের বাইরে থাকায় তারা তাদের দাবি না জানতে পেরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষা ভবনের সামনে