সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ পালন করা হয়েছে। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে উজ্জয়ন্ত প্রাসাদে এসে শেষ হয়। র্যালির সূচনা করে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস সাংবাদিকদের বলেন, ভারতবর্ষের সংবিধান রচয়িতা ড. বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে সকলে শ্রদ্ধাবনচিত্তে তাঁকে স্মরণ করছে। দেশে সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে জোরদার করার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। ড. বি আর আম্বেদকর একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ, দার্শনিক ছিলেন। দেশ নির্মাণে তাঁর অবদান দেশবাসী সব সময় শ্রদ্ধার সহিত স্মরণ করবে। র্যালিটিতে এছাড়া অংশগ্রহণ করেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা, অধিকর্তা সন্তোষ দাস প্রমুখ।