মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত জনসাধারণের সাথে মিলিত হন। এই সাক্ষাতকার কর্মসূচিতে জনগণের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ইত্যাদি কথা শুনেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জনসাধারণের সাথে মিলিত হয়ে বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা ব্যক্ত করেন। এই সাক্ষাৎ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে জনসাধারনের সাথে মিলিত হবেন। জনসাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যদি কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রীর সাথে এই কর্মসূচিতে দেখা করতে ইচ্ছুক থাকেন তাহলে সেই ব্যক্তিকে স্ব- শরীরে বা চিঠির মাধ্যমে দেখা করার কারণ সহ নিজ ফোন নাম্বার সম্বলিত আবেদনপত্র সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিসে জমা দিতে হবে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর অফিস থেকে দেখা করার নির্দিষ্ট স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে।