বাংলা নববর্ষ উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “পুরাতনকে পাথেয় করে আগামীকে বরণ করার চিরাচরিত রীতি আবহমান কাল ধরেই চলে আসছে। নতুন বছর আমাদের কাছে নতুন প্রত্যাশা নিয়ে আসে। রাজ্যবাসী যে প্রত্যাশা নিয়ে এই সরকারকে দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করতে দায়বদ্ধ। সকল অংশের জনগণকে সাথে নিয়ে এক সুন্দর রাজ্য গঠনের লক্ষ্যে নতুন বছর সকলের জন্য সুস্থতা ও আনন্দের বার্তা নিয়ে আসুক। নতুন বছরের নতুন যাত্রা সকল রাজ্যবাসীর জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আনন্দময় হোক সবার জীবন। আমি সকল রাজ্যবাসীর সুস্থতা, সুখ, সমৃদ্ধি ও সম্প্রীতি কামনা করছি।”