সচিবালয়ে আজ মুখ্যমন্ত্রীর অফিসকক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ভারতে জাপানের রাষ্ট্রদূত সুজুকি হিরোসি। মুখ্যমন্ত্রী রাষ্ট্রদূতকে পুষ্পস্তবক ও রিসা পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী এবং জাপানের রাষ্ট্রদূতের মধ্যে আলোচনায় দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ, রাজ্যের জাইকা প্রকল্প, শিল্প সম্ভাবনা, বাঁশ সংক্রান্ত শিল্প, রাজ্যের আগর শিল্প, রাবার শিল্প, ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সাক্ষাতকারকালে জাপানের রাষ্ট্রদূত জাপান এবং ভারত সরকারের মধ্যে সুসম্পর্কের ভিত্তিতে গড়ে উঠা বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে ভারতের বরাবরই একটি নিবিড় সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার এই সম্পর্ককে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুদৃঢ় করতে গভীরভাবে আগ্রহী। জাপানি রাষ্ট্রদূত মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে জাপানি চিত্রকরের আঁকা একটি ছবি শুভেচ্ছা স্মারক হিসেবে প্রদান করেন। সাক্ষাতপর্বে মুখ্যসচিব জে কে সিনহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।