সোমবার আগরতলার ভানুঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম ২৩ তম রাজ্য সম্মেলনের প্রস্তুতি কমিটির সভা করা হয়। এই দিনের প্রস্তুতি কমিটির সভায় উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার নারীনেত্রী রমাদাস, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম পশ্চিম জেলা সাধারণ সম্পাদক রতন দাস সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বরা। সিপিআইএমের ২৩ তম রাজ্য সম্মেলনের প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক চৌধুরী বলেন আগামী ২৫ এবং ২৬ শে ফেব্রুয়ারি তে ৩০ তম রাজ্য সম্মেলন আগরতলা টাউন হলে করা হবে। ৩৯ মাষ আগে ২০১৮ সালে ২৫এবং ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল রাজ্য সম্মেলন। দেশ এবং রাজ্যের খুব জটিল পরিস্থিতিতে সম্মেলন করতে যাচ্ছেন বলে ওনার বক্তব্য তুলে ধরেন।তিনি আরো বলেন সম্মেলনে পার্টিরযে সংবিধান সেই সংবিধান অনুসারে দেশের সমস্ত ব্রাঞ্চ কমিটি এবং তার উপর স্তরের অঞ্চল, এরিয়া, কমিটি, মন্ডল কমিটি জেলা এবং রাজ্য কমিটি এই সম্মেলনর শেষে সর্বভারতীয় ক্ষেত্রে সেখানে পার্টির সর্বভারতীয় স্তরে মিলিত হবে বলে বক্তব্য তুলে ধরেন রাজ্য সিপিআইএম কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।