বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেসিক ট্রেনিং মাঠে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এ দিনের শিবিরের অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং সরকারের সাথে কোন কিছু নতুন করার তাগিদ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাছাড়া এদিন তিনি আরো বলেন সারা রাজ্যের মানুষ রক্তদানে এগিয়ে আসছে। কিন্তু যারা এখনো রক্তদানে এগিয়ে আসেনি তারা যাতে এই মানবিক কাজে যাতে দ্রুত এগিয়ে আসে তার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি রুটিন মাফিক রক্তদান শিবির অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি। এদিনের শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃবৃন্দ।