বুধবার আগরতলা গোর্খাবস্তিস্থিত প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মুখ্য কার্যালয়ে দপ্তরের জেলা, মহকুমা ও রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিনের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস জানান, দপ্তরের রিভিউ বৈঠকে আধিকারিক ও কর্মীদের কাছ থেকে কাজকর্মের সম্পর্কে খোঁজ খবর নেন। বর্তমানে দপ্তরের কাজকর্ম কোন দিশায় এগিয়ে যাচ্ছে সেই বিষয়েও অবগত হন তিনি। তিনি বলেন বর্তমানে মাছ, মাংস এবং ডিমের প্রচুর চাহিদা রয়েছে রাজ্যে। এবং চাহিদা অনুযায়ী মাছ, মাংস ও ডিমের ঘাটতিও রয়েছে। অবিলম্বে যাতে সেই ঘাটতি পূরণ করা যায় তার জন্য এই রিভিউ বৈঠক ডাকা হয়েছে। পরবর্তী সময় এই বিষয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সাথে আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী শ্রী দাস।