সোমবার সপ্তাহের প্রথম দিনেই কুমারঘাটের বিভিন্ন সরকরি দপ্তরে আচমকা পরিদর্শনে গিয়ে উঠে আসলো অফিস গুলির বাম মার্কা চিত্র। দিনের পর দিন , বছরের পর বছর ধরে কুমারঘাট এর বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে সাধারণ কর্মচারীরা নিজেদের মর্জি মাফিক কাজ করে চলেছেন , যার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাজ্য সরকার কর্মচারীদের ১২%মহার্ঘ ভাতা প্রদান করেছে , সেই বেতনের তাকে নিজেদের ভোগবিলাসিতা করছেন অথচ সাধারণ মানুষকে পরিষেবা নিতে গেলে দেখা যায় অফিসে ফাঁকা ,দিনের দিন অফিসে কামাই করছেন সরকারি কর্মচারীরা । আর এতে দিনপর দিন ধরে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সোমবার বিকেল ৩টা নাগাদ কুমারঘাট পূর্তদফতর , কুমারঘাট DWS দপ্তর একসাথে ৩টি দপ্তরে আচমকা পরিদর্শনে যান মন্ত্রী সুধাশু দাস , অফিস গুলি পরিদর্শনে গিয়ে উঠে আসে একাধিক দুর্নীতি , লাটে উঠেছে কুমারঘাটের অফিসগুলির কর্মকার্য , অফিসে সঠিকভাবে ডিউটি করছেননা কর্মচারীরা। অফিস কামাই করে যাচ্ছেন দিনের পরদিন। মন্ত্রী দপ্তর গুলির আধিকারিকদের গোটা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আচমকা পরিদর্শন সমন্পর্কে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অবগত করবেন বলে জানান।