Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআগরতলা রেল স্টেশনে আরও একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন! সমস্যা হচ্ছে যাত্রীদের যাতায়াতে

আগরতলা রেল স্টেশনে আরও একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন! সমস্যা হচ্ছে যাত্রীদের যাতায়াতে

আগরতলা রেল স্টেশনে বৃদ্ধি পেয়েছে রেল সংখ্যা, রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার সাথে রেল সংযোগ হয়েছে আগরতলায়, খুব শীঘ্রই বাংলাদেশের সাথে হবে রেল সংযোগ, রাজধানীর মতো একটি রেল স্টেশনে যাত্রী সংখ্যা বেশি হবে সেটাই স্বাভাবিক, কিন্তু দেখা যায় একটি প্লেট ফরম থেকে অন্য প্লেট ফরমে যাওয়ার জন্য ওভার ব্রিজ রয়েছে মাত্র একটি,যার দরুন এত লম্বা প্লেট ফরমে যাতায়াতের ক্ষেত্রে বৃদ্ধ থেকে শিশু, অসুস্থ থেকে সুস্থ সকলরই সমস্যা হচ্ছে, ট্রেন আসার পর দীর্ঘ সময় লাইন দিয়ে ওভার ব্রিজ পেরোতে হয়, দীর্ঘতম রেল স্টেশনে উওর অংশে একটি ওভার ব্রিজ থাকলেও, টেনশনের এর দক্ষিণ দিকে যাতায়াতের তেমন সুবিধা নেই, ট্রেনের উঠার তাগিদে অনেকেই আবার লাইনের উপর দিয়ে ছুটে, প্রতিদিনই দেখা যাচ্ছে সে চিত্র, সরকার যে ভাবে রেল পরিষেবার উন্নতি করছে তাতে অনেকটাই লাভ জনক হচ্ছে যাত্রীদের, সুবিধা হচ্ছে জাতায়তে তবে রেল কর্তৃপক্ষ আরো একটু নজর দিলে হয়তো এই সমস্যাটা ও দূর হবে ,তাই যাত্রীদের দাবি আরো একটি ওভারে বিজ তৈরি করা হোক আগরতলা রেল স্টেশনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য