জি টুয়েন্টি কে কেন্দ্র করে সেজে উঠেছে রাজধানী শহর আগরতলা। মেয়র দীপক মজুমদার বলেন আগরতলা শহরকে সুন্দর রাখার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য প্রথম থেকেই আগরতলা পৌরনিগম কাজ করছে। তিনি বলেন জি ২০ উপলক্ষে বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন প্রতিনিধিরা দেশ এবং বিদেশ থেকে অনেক সম্মানীয় প্রতিনিধিরা আসবেন আগরতলা শহরে। বিজ্ঞান নিয়ে আলোচনা হবে এবং তারা বইমেলাতে অংশগ্রহণ করবে জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন তাদের আশা কে কেন্দ্র করে আগরতলা শহরকে ঢেলে সাজানো হচ্ছে তার পাশাপাশি আলুর রোশনায় আলোকিত করা হচ্ছে গোটা আগরতলা শহরকে। তিনি বলেন বিমানবন্দর থেকে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ অর্থাৎ আমতলী বইমেলা পর্যন্ত রাস্তার দুপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং বিভিন্ন বাড়ির দেয়াল সরকারি অফিসের দেয়াল সবগুলিতে আমাদের রাজ্যের ঐতিহ্য সংস্কৃতি পর্যটন স্থান সবগুলি অংকন এর মাধ্যমে রুপ দেওয়া হচ্ছে।



