Thursday, September 19, 2024
বাড়িখবররাজ্যনেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার...

নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে

নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে, রামনগর থানার অন্তর্গত লঙ্কামুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা সহ প্রচুর পরিমাণে কাফ সিরাপ নেশাদ্রব্য আটক করে যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে নেশা বিক্রেতা চন্দন হালদার কেউ ও গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোররাতে তিনটায় আসাম রাইফেলস ও পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ার মাধুরী মজুমদার ওপশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লঙ্কামুরা এলাকায় চন্দন হালদার এর বাড়িতে অভিযান করে। অভিযানের নামে চন্দন হালদারের বাড়ি থেকে নেশাজাতীয় কফ সিরাপ ও নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা আটক করে। বিগত বেশ কয়েক বছর ধরে চন্দন হালদার লঙ্কামুরা এলাকাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় নেশাদ্রব্য পাচার করে যাচ্ছিল এবং লঙ্কা মুরা এলাকায় নেশাদ্রব্য বিক্রি করার কারণে এলাকার নাগরিকরা বারকয়েক থানায় দ্বারস্থ হয়ে ডেপুটেশন দিয়েছিলেন কিন্তু রামনগর ফাঁড়ির পুলিশ প্রত্যেক মাসে মাসোহারা পেয়ে যেতেন যার কারণে চন্দন হালদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না। শেষ পর্যন্ত পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও আসাম রাইফেলস এর যৌথ অভিযানে এই সাফল্য মেলে। শুক্রবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গঠনে যে ডাক দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে এবং নেশা বিক্রেতা চন্দন হালদার এর সাথে যে সমস্ত নেতারা আছেন অতিসত্বর তাদের বিরুদ্ধেও তল্লাশি চালানো হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + nineteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য