শুক্রবার আগরতলার গান্ধী ঘাটস্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরে স্বচ্ছ ভারত মিশন সাফাই অভিযান এর পাশাপাশি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দফতরের অধিকর্তা রতন বিশ্বাস, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। এদিনের অনুষ্ঠানে বিগত ২০০৭ সাল থেকে যে সমস্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৩৮ জন লোকশিল্পী কর্মচারী কাজ করে আসছিলেন তাদেরকে gr-c থেকে gr-B তে উন্নীত করা হয়েছে এবং তাদের হাতে উন্নীতকরণের কাগজ তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকারের কাজ করার ইচ্ছা প্রবল এবং কর্মচারী ও জনগণের জন্য রাজ্য সরকার কাজ করে চলছেন। বিগত ২৫ বছরের বাম আমলের সরকার যেভাবে দেউলিয়া রেখে গেছেন তার পরে ও নতুন সরকার আসার পর সেই দেউলিয়া কে পার করে রাজ্যের জন্য কাজ করছেন তিনি আরো বলেন রাজ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে পাশাপাশি বেকারদের রোজগারের দিকেও সরকার কাজ করছে বলে উনার বক্তব্য তুলে ধরেন।