Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্ডার হাটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্ডার হাটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরার ধলাই জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বর্ডার হাটের শিলান্যাস হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। বাংলাদেশের তরফে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং এমপি মো: আব্দুল সাহিদ। প্রথমে অতিথিদের উপস্থিতে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে প্রস্তাবিত বর্ডার হাটে শিলান্যাস হয় এরপর স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও বাংলাদেশের আমার মাতৃতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাজিকে ধন্যবাদ জানাই এই বর্ডার হাট করার জন্য। আজকের দিনে আমি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুরকেও স্মরণ করব। এই বর্ডার হাটের ফলে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। আমরা ত্রিপুরায় ৮টি বর্ডার হাটের জন্য প্রস্তাব রেখেছি যার মধ্যে ২টি চলছে, ২টির অনুমতি দেওয়া হয়েছে যার মধ্যে একটির আজ শিলান্যাস হল, আরেকটি বর্ডার হাট হবে ধর্মনগরের রাঘনাতে। এই বর্ডার হাটগুলি দুদেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি আত্মিক সম্পর্ককেও সুদৃঢ় করবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য