এজিএমসি এবং জিবিপি হাসপাতালে 11 বছর বয়সী মেয়ে শিশু রিজু দেববর্মার ক্রিটিক্যাল ব্রঙ্কোস্কোপি সংক্রান্ত একটি প্রেস মিট অনুষ্ঠিত হয় এজিএমসির সম্মেলন কক্ষে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এম এস সঞ্জীব দেব্বর্মা, ডেপুটি এম এস শংকর চক্রবর্তী, ডঃ বিপ্লব নাথ। এদিন চিকিৎসকরা সংবাদ মাধ্যমকে জানান ১লা ফেব্রুয়ারী ১১ বছরের নিঝু দেববর্মা নামে এক কিশোরী ফুসফুসে তেঁতুলের বিচি আটকে যাওয়ার ঘটনা নিয়ে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হন , এবং চিকিৎসকরা ঘটনাটি দেখে অস্ত্রোপচারের পদক্ষেপ নেন। এবং এদিনই ঝুঁকিপূর্ণ অপারেশনের মাধ্যমে ফুসফুসে আটকে থাকা তেঁতুলের বিচি বের করতে সক্ষম হয়েছে চিকিৎসকরা বলে জানান। এই অস্ত্রোপচারের সফলতার পর রাজ্যের চিকিৎসার ইতিহাসে আরেকটি নতুন পালক জুড়লো তা বলার অপেক্ষা রাখেন। এদিকে রাজ্যের চিকিৎসা শাস্ত্রের এই সফলতায় খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা। অপারেশনটি সীমিত সরঞ্জামের মধ্যে করা হয়েছিল এবং তাই এটি অনেক সময় নিয়েছে। তাছাড়া এদিন রাজ্যের স্বাস্থ্য বিভাগও জিবির মেডিকেল টিমকে অভিনন্দন জানিয়েছে বলে জানা যায়।