সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের কল্যাণে খুব শীঘ্রই বেশকিছু জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য সরকার, আশ্বস্ত করলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেছনে ফেলে এগিয়ে চলেছে বাংলা সংবাদ পোর্টাল’ জনতার কলম, দীর্ঘ দুই বছর পেরিয়ে তিনে পা দিল সর্বজন গ্রাহ্য সংবাদ পোর্টাল জনতার কলম’। রবিবার ছিল তার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান, এদিনের অনুষ্ঠানে কচিকাঁচারা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্যী ,এছাড়াও উপস্থিত ছিলেন জনতার কলম ওয়েবসাইটের অভিভাবক ইন্দ্রজিৎ আচার্য, সম্পাদক দ্বীপনজিৎ আচার্য।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন সংবাদ পরিবেশন করতে প্রত্যেক সাংবাদিকের নজর থাকতে হবে যাতে করে সম্পূর্ণ তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যায়, ভুয়া বা বানানো খবর যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এমন কিছু মিডিয়া বাজারজাতও হয়েছে, যারা আসল খবর বাদ দিয়ে খবরকে বিকৃত করে অন্য ভাবে উপস্থাপন করে সরকার কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করতে চায়। তাছাড়া অনেক পোর্টাল আবার ব্যক্তিগত আক্রমণে মেতে উঠছে, মন্ত্রী বলেন এগুলো ঠিক নয়, তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে মানুষের গ্রহণযোগ্যতা বেড়ে যায়, পাশাপাশি এদিন তথ্য সংস্কৃতি মন্ত্রী সাংবাদিক ও সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন খুব শীঘ্রই রাজ্য মন্ত্রিসভা সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে, যার সুবিধা উপলব্ধ করতে পারবেন সাংবাদিক ও সংবাদ মাধ্যমগুলি। তাছাড়া এদিনের
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সাংবাদিকদের কল্যাণে তার দায়বদ্ধতার বিভিন্ন নজির তুলে ধরে বলেন বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠান ও সাংবাদিকদের কল্যাণে সবসময় ছিলেন আগামী দিনেও থাকবেন, যখন যেখানেই সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন সম্পাদক প্রণব সরকার, তার পাশাপাশি তুলে ধরেন তার দীর্ঘ ত্রিশ বছরের সাংবাদিকতার ইতিহাস, বিলোনিয়া থেকে সংবাদ প্রতিনিধির কাজ করতে করতে আজকের দিনে রাজধানী আগরতলার প্রতিষ্ঠিত সাংবাদিক তথা সম্পাদক। এছাড়া এদিন জনতার কলম ওয়েব পোর্টালের সম্পাদক দ্বীপনজিৎ আচার্যের দীর্ঘ লড়াই-সংগ্রামের সাংবাদিকতার ইতিহাস তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিক সম্পাদক সেবক ভট্টাচার্য, শ্রী ভট্টাচার্য জনতার কলম ওয়েব পোর্টালের শ্রীবৃদ্ধি কামনা করে বলেন আগামী দিনে এই ওয়েব পোর্টাল সমস্ত মানুষের নজর কাড়বে। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে করোনা বিধি নিষেধ মেনে ছোট্ট পরিসরে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের, এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজক উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।