Saturday, November 23, 2024
বাড়িখবররাজ্যআগরতলা শিক্ষাভবনে ৭ দফা দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তা নিকট ডেপুটেশনে মিলিত হন...

আগরতলা শিক্ষাভবনে ৭ দফা দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তা নিকট ডেপুটেশনে মিলিত হন ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন

শনিবার আগরতলা শিক্ষাভবনে ৭ দফা দাবি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তা নিকট ডেপুটেশনে মিলিত হন ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন এর পক্ষ থেকে। বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ভয়াবহ ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে ভীষণভাবে গত দু’বছর শিক্ষাক্ষেত্রে এই অতিমারি সংকট তৈরি হয়েছে । এবারও একই অবস্থা তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে এসএফআই ও টিএসইউ সংগঠনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে শনিবার ডেপুটেশন এ মিলিত হন। কোভিড বিধি মেনে হোস্টেল চালু রাখতে হবে। সরকারি উদ্যোগে শিক্ষাঙ্গনসহ হোস্টেলগুলোতে যথেষ্ট পরিমাণে কোভিড টেস্টের ব্যবস্থা করতে হবে। আবাসিক ছাত্র ছাত্রী মধ্যে কেউ কোভিড পজিটিভ হলে তাদের জন্য স্বাস্থ্যসম্মত নিভৃত বাসের উপযুক্ত ব্যবস্থা করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষার নেওয়ার পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে। পরীক্ষা নেওয়ার পূর্বে সম্পূর্ণ সিলেবাস যাতে শেষ করা হয় তার দিকে নজর দিতে হবে। বিশেষ কারণে সিলেবাস শেষ করা না গেলে ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে কোভিড বিধি কে যথাযথ মান্যতা দেয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ ও নজরদারির ব্যবস্থা নিতে হবে। পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীরা যাতে কোভিড সংক্রমণ না ঘটে তা নিশ্চিত করতে যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান এস এফ আই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব. রাজ্যে কোভিড আক্রান্ত ছাত্রছাত্রীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত সম্মুখীন তার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষার অধিকর্তা নিকট ডিপ্রেশনে সময় চাওয়া হলেও সময় দেওয়া হচ্ছে না এরকম গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে উচ্চ শিক্ষা অধিকর্তার সময় দেওয়া উচিত বলে মনে করেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য