সরকার দিচ্ছে পদ্ম পুরষ্কার। সেই তালিকায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের অন্যতম কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের নাম জ্বলজ্বল করছে। তবে বুদ্ধবাবু এটি গ্রহণ করবেন না বলেই জানা গিয়েছে।সাধারণতন্ত্র দিবসের ঠিক আগে বুদ্ধবাবুকে পদ্ম সম্মান দেওয়া সেটি তাঁর গ্রহণ না করার বিষয়ে বিষয়ে এই প্রশ্নে দেশ আলোড়িত। তবে পুরো বিষয়টি চরম রাজনৈতিক বলেই চিহ্নিত হয়েছে। কারণ কমিউনিস্ট রাজনীতির চূড়ান্ত বিরোধী সংঘ পরিবার। তাদের রাজনৈতিক শাখা বিজেপি কেন্দ্রে ক্ষমতায়। মনে করা হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য ও সিপিআইএমকে খোঁচা দিতে নামটি তালিকায় রাখা হয়।পশ্চিমবঙ্গের প্রাক্তন মু়খ্যমন্ত্রীর নাম সামাজিক কাজে অবদানের জন্য পদ্মভূষণ সম্মানের তালিকায় দেখে চমকে গেছিল সিপিআইএম। বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক আদর্শে চরম বিরোধী মোদী সরকারের। তাঁর দল যদিও পশ্চিমবঙ্গে বিলুপ্ত। তিনিও অসুস্থতার কারণে ঘরবন্দি। আর বামপন্থী সরকারের কাজ নিয়ে বারবার সরব হন মোদী ও সংঘ পরিবার। অথচ বুদ্ধবাবুর সামাজিক কাজের জন্য তিনি পদ্মসম্মানে মনোনীত হয়েছেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর।নাগরিক সম্মান রাষ্ট্রপতি দেন। তবে কেন্দ্র সরকার নাম ঠিক করে দেয়। কমিউনিস্ট বুদ্ধবাবুর জন্য সংঘের মোদী সরকারের ‘দরদ’ দেখে সিপিআইএম চমকিত।কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য পদ্ম সম্মান ত্যাগ করলেন। উঠে আসছে তাঁর পূর্বজ প্রয়াত জ্যোতি বসুর ভারতরত্ন তালিকা থেকে নাম কাটানোর বিষয়। বুদ্ধদেব ভট্টাচার্যের বিবৃতি, পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না, আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।