Friday, December 5, 2025
বাড়িখবরলাইফ স্টাইলবিখ্যাত রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পে রাজ্যের মেয়ে স্নেহা শীল

বিখ্যাত রিয়েলিটি শো সারেগামাপা লিটল চ্যাম্পে রাজ্যের মেয়ে স্নেহা শীল

বিখ্যাত রিয়েলিটি শো চ্যানেল জিটিভির সারেগামাপা লিটল চ্যাম্প অনুষ্ঠানে রাজ্যের মেয়ে স্নেহা শিল। রবিবার রাতে সোনালী কন্ঠের গানের সুরে মাতিয়ে তুলবেন অনুষ্ঠানের বিচারক ও সমগ্র দেশবাসীকে রাজ্যের মেয়ে স্নেহা। এদিন বিচারকদের মন জয় করতে পারলে তার কাছে এক সুন্দর আগামী অপেক্ষমান। আশা করা যাচ্ছে রাজ্যের সঙ্গীতপ্রেমীদের কাছে আগামী কয়েক সপ্তাহ স্নেহা নামটি বেশ আলোচিত হবে বলে। সংবাদ মাধ্যমের সামনে স্নেহার সংগীত গুরু তমা আচার্য, স্নেহা যাতে ভাল গাইতে পারে এবং তার পরিবেশনায় যাতে বিচারকদের মন আদতেই খুশিতে ভরে উঠে, তার জন্য রাজ্যবাসীর কাছে প্রার্থনা চেয়েছেন এবং রবিবারের অনুষ্ঠানটি দেখার জন্য রাজ্যবাসীকে বিনম্রভাবে আহ্বান জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য