Thursday, November 21, 2024
বাড়িখবরলাইফ স্টাইলঝুঁকিপূর্ণ’ দেশ থেকে ভারতে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক নিভৃতবাস বাধ্যতামূলক নয়

ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে ভারতে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক নিভৃতবাস বাধ্যতামূলক নয়

ঝুঁকিপূর্ণ’ দেশ থেকে ভারতে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক নিভৃতবাস বাধ্যতামূলক নয়। কাল থেকেই নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক। রিপোর্ট নেগেটিভ হলে বাড়িতেই ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে। অষ্টম দিনে যাত্রীদের কোভিড পরীক্ষা করাতে হবে। তারপর সেই রিপোর্ট পরিবহণ মন্ত্রকের সাইটে আপলোড করতে হবে। রিপোর্ট পজিটিভ হলে, প্রোটোকল অনুযায়ী আইসোলেশনে যেতে হবে। পজিটিভ যাত্রীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে হবে। ৫ বছরের কম বয়সীরা উপসর্গহীন হলে করোনা পরীক্ষার প্রয়োজন নেই, নতুন নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রকের।

এতদিন পর্যন্ত Co-WIN অ্যাপে একটি মোবাইল নম্বর দিয়ে চারজন সদস্যের নাম নথিভুক্ত করতে পারতেন। সদ্যই সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হল যে, এবার থেকে Co-WIN অ্যাপে একটি মোবাইল নম্বর দিয়ে চারজনের পরিবর্তে ৬ জন সদস্যের নাম নথিভুক্ত করতে পারবেন।

Co-WIN অ্যাপে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করার নিয়মে বদল নিয়ে আসল কেন্দ্রীয় সরকার। এবার একটি মোবাইল নম্বর দিয়েই নথিভুক্ত করতে পারবেন সর্বোচ্চ ৬জন ব্য়ক্তির নাম। Co-WIN অ্যাপে এবার নিজের টিকাকরণের স্টেটাস নিজেই সংশোধন করতে পারবেন।

কীভাবে Co-WIN অ্যাপে নাম রেজিস্টার করবেন?

১. প্রথমে cowin.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. এবার সাইন ইন কিংবা রেজিস্টার করার অপশনে গিয়ে মোবাইল নম্বর দিন।
৩. Get OTP অপশনে ক্লিক করুন।
৪. যে মোবাইল নম্বর দিয়েছেন, সেই মোবাইল নম্বরে দেখুন Co-WIN থেকে ওটিটি এসেছে।
৫. এবার ওটিপি দেওয়ার জায়গায় আপনার মোবাইলে আসা ওটিপি দিন।
৬. এবার প্রসিড করুন।
৭. প্রসিড করার পরই অন্য একটি পৃষ্ঠা খুলে যাবে।
৮. এবার নাম নথিভূক্ত করতে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। যেমন, নাম আধার নম্বর প্রভৃতি। চাওয়া প্রয়োজনীয় তথ্যগুলি সেখানে দিয়ে ফের প্রসিড করুন।
৯. এভাবেই একে একে ৬ জনের নাম নথিভূক্ত করতে পারবেন Co-WIN অ্যাপে।

করোনার (Coronavirus) তৃতীয় ঢেউ আসার পর থেকে প্রতিদিন সারা দেশে হু-হু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন বহু মানুষ করোনা (Covid19) সংক্রমিত হচ্ছেন। করোনা সংক্রমণে লাগাম টানতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে নয়া কোভিডবিধি চালুও হয়েছে। সঙ্গে আবার চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনও। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য