রাজ্যে আবার থাবা বসিয়েছে করোনা ভাইরাস, গত তিন ধরে সংক্রমণ বেড়েই চলছে। তাই সংক্রমণ হাতের নাগালে বাইরে যাওয়ার আগেই কঠোর পদক্ষেপ নিল রাজ্যের প্রশাসন , তারই পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্য স্বাস্থ্য দক্ষতর থেকে কোভিড বুলেটিন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে মঙ্গলবার থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক, কিন্তু রাজধানী আগরতলা শহরে দেখা গেল রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের জারি করা বুলেটিনকে বৃদ্ধাঙ্গষ্ট দেখিয়ে জনগন মাস্ক না পড়ে চলা ফেরা করছে। অতীতে প্রশাসনের কথায় অবহেলা করার ফলে ভুগতে হয়েছিল সকল রাজ্যবাসীকে। ঐ দিনগুলোর কথা ভুলে গিয়ে যদি সাধারণ মানুষ অবহেলিত হয়ে চলে এবং তাতে যদি করোনা ভাইরাস মহামারী রূপ নেয় তাহলে এর দায়ভার কে নেবে? কেননা প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই সর্তকতা জারি করে দিয়েছে, এখন যদি সাধারণ জনগণ না মেনে চলে তাহলে ভোগান্তির শিকার যে সকলকে হতে হবে তার বলার অপেক্ষা রাখে না। সেদিকে লক্ষ্য রেখে প্রশাসন যদি করোনা বিধি না মেনে চলা ব্যক্তিবর্গদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে বিগত দিনের ন্যায় কিছুটা হলেও নিয়মমাফিক মানুষ চলাফেরা করবে বলে ধারণা অভিজ্ঞ মহলের।



