Tuesday, September 17, 2024
বাড়িখবরলাইফ স্টাইলদেববর্মা বস্তিতে ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি

দেববর্মা বস্তিতে ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি

কুমারঘাট মহকুমা হাসপাতালের আওতাধীন পূর্ব কাঞ্চনবাড়ি উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন দেববর্মাবস্তী এবং শান্তিপল্লীমিশন এলাকায় গত ২৮ মে এক ম্যালেরিয়া সনাক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচিতে ৩২ জনের ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য ব্লাড স্লাইড সংগ্রহ করা হয় । এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীগণ ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে বাড়িঘরের চারপাশ পরিষ্কার রাখা , মশারী ব্যবহার করা , ঘরের ভেতর ডিডিটি স্প্রে করা , শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার গুরুত্ব , যক্ষ্মারোগ ও কুষ্ঠরোগ প্রতিরোধের উপায় , কোভিড -১৯ টিকা গ্রহণ ও ডায়ারিয়া প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমপিডব্লিও উমা শীল ও এলাকার আশাকর্মীগণ । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য