সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে গত ২৮ মে গোপীনগর নাট মন্দিরে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ৩৫ জন গ্রামবাসী অংশগ্রহণ করেন । তাতে বিশালগড় মহকুমা হাসপাতালের আয়ুষ্মান মিত্র রাজীব সরকার ও রামকৃষ্ণ বিশ্বাস উপস্থিত থেকে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাগুলি নিয়ে আলোচনা করেন ও পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।