স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর , সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর এবং ইউনিসেফের সহায়তায় আমবাসাস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের কনফারেন্স হলে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় । প্রশিক্ষণ শিবিরে আমবাসা ও লংতরাইভ্যালি মহকুমার আশা নোডাল অফিসার , এমপিএস , এমপিডাব্লিউ এবং আইসিডিএস সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন । এই শিবিরে ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা : সুভাষ বড়ুয়া , ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার দ্বীপন কর , ডিস্ট্রিক্ট আশা প্রোগ্রাম ম্যানেজার অশোক দাস উপস্থিত ছিলেন । রিজিওন্যাল রুটিন ইম্যুনাইজেশন কনসালটেন্ট , ইউনিসেফের প্রতিনিধি কে রাকেশ সিং এবং রিজিওন্যাল আরএমএনসিএইচ সুভাষ গোরিয়া এই শিবিরে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবসের প্ল্যানিং নিয়ে প্রশিক্ষণ দেন । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



