Tuesday, September 17, 2024
বাড়িখবরলাইফ স্টাইলমুক্তা সর্দার পাড়া , কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

মুক্তা সর্দার পাড়া , কেন্দ্রে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস

মান্দাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন থাই পুলক ফাঙ হেলথ এন্ড ওয়েলন্যাস সেন্টারের অন্তর্গত মুক্তা সর্দার পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৯ মে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার মোট ১৪ জন উপস্থিত ছিলেন । এর মধ্যে মা ছিলেন সাত জন ও শিশু ছিল সাত জন । এই অনুষ্ঠানে এমপিডব্লিও রশিরাম দেববর্মা শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর আহার প্রদান ও পর্যাপ্ত বিশ্রাম এর প্রয়োজনীয়তা , শিশুদের সঠিক সময়ে টিকাকরণ করানো , গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসবের উপকারিতা , তামাক ও মাদক ব্যবহারের কুফল , ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া , যক্ষ্মারোগ এবং করোনা সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । এই অনুষ্ঠানে আশাকর্মী সুমতী দেববর্মা , আশাফেসিলিটেটর শুভলক্ষ্মী দেববর্মা ও অঙ্গনওয়াড়িকর্মী সাবিত্রী দেববর্মা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । উক্ত স্বাস্থ্যকেন্দ্রের অধীন খামতিং বাড়ি উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন গাংথালং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গত ১৯ মে গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি দিবস অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে এলাকার এলাকার মোট ২১ জন উপস্থিত ছিলেন । এর মধ্যে মা ছিলেন ১২ জন ও শিশু ছিল নয় জন । এই অনুষ্ঠানে এমপিডব্লিও বিশ্বজিৎ নমঃ শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টিকর আহার প্রদান ও পর্যাপ্ত বিশ্রাম এর প্রয়োজনীয়তা , শিশুদের সঠিক সময়ে টিকাকরণ করানো , গর্ভবতী মহিলাদের হাসপাতালে প্রসবের উপকারিতা নিয়ে আলোচনা করেন । তাছাড়া কমিউনিটি হেলথ অফিসার সালু কুমার দেববর্মা তামাক ও মাদক ব্যবহারের কুফল , ডেঙ্গু , ম্যালেরিয়া , ডায়ারিয়া , যক্ষ্মারোগ এবং করোনা সংক্রমণ প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করেন । এই অনুষ্ঠানে আশাকর্মী চন্দ্র রেখা রূপিনী আশা ও অঙ্গনওয়াড়িকর্মী অনন্ত রূপিনী উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে পুষ্টিকর খাবার প্রদান করা হয় । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য